গাইবান্ধার গোবিন্দগঞ্জে দায়িত্ব পালনকালে সাজু প্রধান ওরফে বুলু (৫৬) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। মৃত সাজু প্রধান গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি) আদালতে কর্মরত ছিলেন। ওসি জানান, আদালত চত্বরে দায়িত্ব পালনকালে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কনস্টেবল সাজু প্রধান হৃদরোগে আক্রান্ত হন।
পরে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।