চট্টগ্রাম-ঢাকাগামী একটি মালবাহী কনটেইনার ট্রেন থেকে তেল চুরির অভিযোগে মঙ্গলবার এর চালক মো. নাসির উদ্দিন, সহকারী চালক আ. রাজ্জাক, ট্রেন পরিচালক মো. ওমর ফারুকসহ আটজনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চট্টগ্রাম-ঢাকা রেলপথের আখাউড়া রেলজংশন এলাকার কোড্ডা নামক স্থানে মালবাহী কনটেইনার ট্রেনের ইঞ্জিন থেকে নিয়মিত তেল চুরি হয়। ট্রেনচালক, পরিচালসহ ট্রেনে কর্মরত ব্যক্তিরা এই চুরিতে জড়িত। সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, আসামি গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।
ট্রেনচালক ও পরিচালককে আইনের আওতায় আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী কমান্ড্যান্ট আরএনবি মো. ফিরোজ আলীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত টিম গঠন হয়েছে।
আখাউড়া লোকোশেড ইনচার্জ উপসহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনার সঙ্গে জড়িতরা ঢাকা ও চট্টগ্রামে কর্মরত। তদন্তকারী কর্মকর্তা মো. ফিরোজ আলী জানান, তারা তদন্তে নেমেছেন। ট্রেনের চালক ও পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।