কুড়িগ্রামের রৌমারীতে ১০৩ বোতল ফেনসিডিলসহ রাকিব হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার সিএনজি বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, রাকিবের বিরুদ্ধে থানায় মাদক মামলা দিয়ে বুধবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়। রাকিব নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার নড়ন্দি বড়বাড়ির শহীদুল্লাহর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।