ঝালকাঠির নলছিটিতে পকেটমার ধরে মারধর করে মাথা ন্যাড়া করে নাচিয়েছে স্থানীয়রা। গতকাল দুপুরে উপজেলার নাচনমহল বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নিয়ে আসে। আটক স্বপন গাজী (৩৫) বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের জালাল গাজীর ছেলে।
নলছিটি থানার ওসি আবদুস সালাম জানান, ছিনতাই করার সময় স্থানীয়রা তাকে ধরে মারধর করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসি।