ফরিদপুরের বোয়ালমারীতে হাসপাতালের শৌচাগারে নবজাতককে ফেলে মা পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল সকালে এ ঘটনা ঘটে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে এক ব্যক্তি অসুস্থ ওই নারীকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। জরুরি বিভাগের খাতায় তার নাম লেখা হয় রুপসী। তথ্যমতে, বোয়ালমারী উপজেলার মালিখালি গ্রামের আজিজুর তার স্বামী। কর্তব্যরত চিকিৎসক তাকে আল্ট্রাসনোগ্রাফি করতে পরামর্শ দেন। জরুরি বিভাগ থেকে বের হয়ে শৌচাগারে যান ওই নারী। সেখানে সন্তান প্রসব করে কাউকে কিছু না জানিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন নারী ও সঙ্গে থাকা যুবক। স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, বাচ্চাটি ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে মারা যায়।