নাটোরের বাগাতিপাড়ায় বিলুপ্ত প্রায় নীলগাই উদ্ধার করা হয়েছে। উপজেলার শেখ পাড়া থেকে গতকাল দুপুরে উদ্ধার প্রাণীটি নীলগাই বলে নিশ্চিত করেছেন প্রাণিসম্পদ বিভাগ।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে বিভিন্ন স্থানে প্রাণীটিকে ছোটাছুটি করতে দেখে গ্রামের যুবকরা ধাওয়া করেন। শেখ পাড়ায় গিয়ে প্রাণীটি আটক হয়। বাগাতিপাড়ার ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা জানান, প্রাণীটি উদ্ধার করে প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার জানান, এটি প্রায় বিলুপ্ত নীলগাই। সম্ভবত দলছুট হয়ে এ অঞ্চলে প্রাণীটি চলে এসেছে। বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, উদ্ধার ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে নীলগাইটির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।