বাগেরহাটে এক কৃষকের গোয়াল ঘর থেকে নয়টি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মালোপাড়া এলাকার শিবু পদ শিউলীর (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক শিবু পদ শিউলী জানান, চুরি হওয়া নয়টি গরুর মধ্যে পাঁচটি গাভি, একটি বড় ষাঁড় ও তিনটি বাছুর রয়েছে। যার মূল্য প্রায় ৮ লাখ টাকা। পাঁচটি গাভির দুধ বিক্রির টাকায় চারজনের সংসার চলত। পুলিশ সুপার তৌহিদুল আরিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেশকিছু আলামত সংগ্রহ করেছে। সংশ্লিষ্ট এলাকার সিসি ক্যামেরা ফুটেজ যাচাই ও চুরির কাজে ব্যবহৃত পরিবহন শনাক্তের কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে।