গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ অধ্যক্ষ সিকদার মো. জিননুরাইনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ ও তার পদত্যাগ দাবিতে মানববন্ধন হয়েছে। কলেজ প্রাঙ্গণে গতকাল মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করা হয়। বক্তব্য রাখেন ড. ইমদাদুল হক মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য ড. কাওছার তালুকদার ও প্রতিষ্ঠাতা ইমদাদুল হকের ভাতিজা মফিজুল হক মিন্টু। দাতা সদস্য ড. কাওছার তালুকদার বলেন, অধ্যক্ষ সিকদার মোহাম্মদ জিননুরাইন ভুয়া তথ্য দিয়ে এ প্রতিষ্ঠানে চাকরি নেন। এরপর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনিময় ও অর্থের বিনিময়ে নিয়োগবাণিজ্য শুরু করেন। দুর্নীতি দমন কমিশন তদন্ত করলে বের হয়ে আসবে। মফিজুল হক মিন্টু বলেন, অযোগ্য কিছু শিক্ষককে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন অধ্যক্ষ। তাকে অপসারণ করে বিচারের দাবি জানান তিনি। তাকে অপসারণ করে বিচারের দাবি জানান তিনি।