দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলার অভিযোগ উঠেছে। এতে উপজেলা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে ফুলবাড়ী পৌর শহরের ছোট যমুনা ব্রিজের পূর্বপ্রান্তে এ ঘটনা ঘটে। গুরুতর আহত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদত হোসেন সাহাজুলকে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
অন্যদিকে এ ঘটনার পর রাত সোয়া ৮টায় বিএনপি আরও একটি প্রতিবাদ মিছিল বের করে।