নরসিংদীতে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গতকাল ৫ শতাধিক অসহায়-দুস্থের হাতে শীতবস্ত্র (চাদর) তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে ১ হাজার ৪০০ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাউয়ুম মোল্লা, হাসিব আহাম্মেদ মোল্লা, পরিচালক আওলাদ হোসেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সব সময় অসহায়-দুস্থদের পাশে আছে। ভবিষ্যতেও থাকবে। যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে নরসিংদী চেম্বার।