গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস মোড় এলাকায় সামসুদ্দীন সরকার কাঁচা বাজার আড়তে আগুনে ১৪টি দোকান ও মালামাল পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যায়। প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্তসাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও দোকানিরা জানান, ভোগড়া বাইপাস মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফল ও সবজির আড়তে আগুন লাগে। মুহূর্তেই তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
সকাল সাড়ে ১১টার দিকে অগ্নিকান্ডের খবর পাওয়ার পর ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ১ ঘণ্টা চেষ্টায় সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল সোয়া ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।