নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত জুলাই-আগস্ট গণ আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের উদ্যোগ শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। ফাউন্ডেশনের সভাপতি শহীদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের বরপা শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম, শহীদ ফারহানের পরিবারের সদস্য শফিকুল ইসলাম আপেল, খোকন ভূঁইয়া, নূরজ্জামান ভূঁইয়া প্রমুখ।