বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র ও অসহায় মানুষের হাতে শতাধিক শীতবস্ত্র পৌঁছে দিয়েছে রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন। গতকাল বীরগঞ্জ উপজেলা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সদস্যরা দরিদ্রদের ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র হিসেবে কম্বল পৌঁছে দেন। স্বপ্ন ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর হোসেন বলেন, ‘আমরা শীতার্তদের দুঃখ-কষ্ট কমাতে চাই।
তাই তাদের কাছে গিয়েই শীতবস্ত্র বিতরণ করছি। শুধু সাহায্য নয়, তাদের সঙ্গে মানবিক সম্পর্ক স্থাপন করাই আমাদের মূল উদ্দেশ্য।