কেরানীগঞ্জে গতকাল ১ ঘণ্টার ব্যবধানে আমির আলী (৩৮) ও ইমরান (১৭) নামের দুই যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। দুপুরে শুঁটকিরটেক এলাকায় আমির আলী ও পশ্চিম ভাগনা থেকে ইমরানের লাশ উদ্ধার করা হয়। অটোরিকশা চালক আমির ভোলার এবং নির্মাণ শ্রমিক ইমরান নীলফামারী জলঢাকার ফজল শেখের ছেলে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন জানান, তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।