চট্টগ্রামের বাঁশখালীতে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাতে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ছৈয়দ আহমেদ টেক এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে হঠাৎ করে একটি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। এরপর কিছু বুঝে উঠার আগেই আগুন আশপাশের ৯টি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বাঁশখালীর ইনচার্জ মিজানুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।