মাঘের শুরুতেই হিমেল হাওয়ায় দিনাজপুরে ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডা। বিকালের পর বাড়ে শীতের তীব্রতা। তাপমাত্রা ওঠানামার মধ্যে রয়েছে। তবে গতকাল মাঘের প্রথম দিনে ঘন কুয়াশায় ঢাকা পড়ে দিনাজপুর। এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় কষ্ট বেড়েছে ছিন্নমূল মানুষের। এর আগে ১০ জানুয়ারি দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরদিন তা বেড়ে হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। আবার ১৩ জানুয়ারি ১৩ ডিগ্রি রেকর্ড করা হয়। ১৪ জানুয়ারি তাপমাত্রা নিচে নেমে ১১ দশমিক ৮ ডিগ্রিতে ঠেকে। মোটরবাইক চালক সবুর হোসেন চৌধুরী বলেন, ‘সকাল থেকেই বাতাস বইছে।
রাস্তাঘাটে লোকজন কম, মানুষ বাড়ি থেকে কম বের হচ্ছে। মোরসাইকেল চালাতে বেশি ঠান্ডা লাগছে।’
কৃষক আলী আকবর বলেন, ‘মাঘ মাস পড়েছে। কথায় আছে-এ মাসে ঠান্ডায় বাঘও কান্দে। কুয়াশাও দেখা গেছে সকালে। বোরো ধানের বীজতলার চারা অনেকটা বড় হয়েছে। এখন জমি তৈরি করতে ঠান্ডার কারণে কৃষিশ্রমিক পাচ্ছি না।’
কাজের সন্ধানে আসা আবুল হোসেন বলেন, ‘আজ (বুধবার) হঠাৎ করেই কুয়াশা ও ঠান্ডা বাতাস শুরু হয়েছে। বৃষ্টির মতো ঝিরঝির করে কুয়াশা পড়ছে। এতে শীত বেড়েছে। তাই কাজ পাওয়া যাচ্ছে না।’
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ (বুধবার) দিনাজপুরের তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ৩ কিলোমিটার। আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। মাঘ শুরু হয়েছে। কিছুটা শীত বাড়তে পারে বলে জানান তিনি।