মুন্সিগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনা থেকে ফার্নেস অয়েল ভর্তি হাজার বিন জামান-১ ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। জাহাজের মালিকানা প্রতিষ্ঠান কিং ফিসার শিপিং লাইনসের অপারেশন ম্যানেজার ফজলে খোদা মামলাটি করেন। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ৭-৮ জনকে। ঘটনার পাঁচ দিনেও উদ্ধার হয়নি জাহাজ থেকে লুট হওয়া ৩ কোটি টাকা মূল্যের ৩৫০ টন ফার্নেস অয়েল।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, মামলাটি সদর থানায় করা হলেও ঘটনাটি নৌপথের তাই নৌপুলিশ তদন্ত করছে। মুক্তারপুর নৌপুলিশের ইনচার্জ লুৎফর রহমান জানান, লুণ্ঠিত ফার্নেস অয়েল উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে। উল্লেখ্য জাহাজটি ফার্নেস অয়েল নিয়ে নারায়ণগঞ্জের মদনগঞ্জের সামিট ঘাট থেকে গাজীপুরের কড্ডা যাওয়ার পথে গত শুক্রবার ভোরে ডাকাতের কবলে পড়ে।