আদালত থেকে বাড়ি ফেরার পথে এক গৃহবধূ শারীরিকভাবে নিপীড়নের শিকার হয়েছেন অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় এজাহার দিলেও মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি দাবি ভুক্তভোগীর। এতে গৃহবধূ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাইবান্ধা প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গৃহবধূ লাকী বেগম। নিজের ও পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি। লাকী শহরের দক্ষিণ বানিয়ারজান এলাকার আমজাদ হোসেনের স্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাকীর মা আনোয়ারা বেগম, বোন রিতা বেগম, নাতি শাকিল শেখ ও ভাতিজা মুনতাসির জিম। সদর থানার ওসি শাহীনুর ইসলাম বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়ে তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানান, পুত্রবধূ ফাতেমাতুজ জোহরার অপহরণ মামলায় ছেলে ফয়সাল লেলিন কারাগারে রয়েছেন। ১২ জানুয়ারি তিনি ছেলের জামিনের জন্য গাইবান্ধা আদালতে যান। ফেরার পথে আদালত গেটে ছেলের শ্বশুরের নেতৃত্বে কয়েকজন তাদের ওপর হামলা চালায়। তার শ্লীলতাহানির চেষ্টা করে এবং ব্যাগ থেকে নগদ টাকা, দুটি মোবাইল ফোন, সোনার চেইন ছিনিয়ে নেয়। এ ঘটনায় সদর থানায় এজাহার দায়ের করা হলেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি। অভিযুক্তরা এখন নানাভাবে হুমকি দিচ্ছে।