নোয়াখালীর জেলা শহর মাইজদীতে আগুনে পুড়ে গেছে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান। ফায়ার সার্ভিসের কর্মীরা সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার রাতে শহরের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে শহরের সংলাপ নূপুর মার্কেটে আগুনের ফুলকি দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১২টি দোকান পুড়ে যায়। মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।