চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অচেতন এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা পৌর এলাকার জান্নাতুল মাওলা কবরস্থান থেকে গতকাল তাকে উদ্ধার করা হয়। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থলে পাওয়া পোশাক দেখে পুলিশের ধারণা উদ্ধার যুবক সেনাসদস্য হতে পারেন। তার পরিচয় শনাক্তে পুলিশ ও চুয়াডাঙ্গার আর্মি ক্যাম্প সদস্যরা কাজ করছেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অচেতন যুবকের বিষয়ে জানতে পারি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তির পর অল্প সময়ের জন্য ওই যুবকের চেতনা ফিরলে তিনি নিজের নাম শরিফুল ইসলাম শান্ত বলে জানান এবং সেনাবাহিনীর সদস্য দাবি করেন। তার কর্মস্থল খুলনায় ও বাড়ি চট্টগ্রামে বলে জানিয়েছেন। তার পরিচয় শনাক্তে সেনাবাহিনী ও পুলিশ কাজ করছে।