বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কৃষক দলের উদ্যোগে ফরিদপুরের নগরকান্দায় গতকাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকালে উপজেলার তালমার আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
তালমা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জেনারুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দল নেতা খন্দকার নাসিরুল ইসলাম, বিএনপি নেতা লিয়াকত আলী খান বুলু, রফিকুজ্জামান অনু প্রমুখ।