টিকটক মাধ্যমে পরিচয়। এক পর্যায়ে সম্পর্ক গড়ে উঠে প্রেমের। এরপর প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে যাওয়া সিলেটের বিশ্বনাথের এক কিশোরী। গতকাল প্রেমিকের বাড়ি পাবনা পৌরসভার গয়াসপুর গ্রাম থেকে পুলিশ তাকে উদ্ধার করে। পরে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে নানাবাড়িতে থাকতেন ওই কিশোরী। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। ২৯ ডিসেম্বর পরীক্ষার ফল জানার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ ছিল। এ ঘটনায় তার মা ২ জানুয়ারি বিশ্বনাথ থানায় জিডি করেন। পুলিশ কিশোরীর খোঁজে মাঠে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পাবনা পৌরসভার গয়াসপুর গ্রামে তার অবস্থান শনাক্ত করেন।
পুলিশ আরও জানায়, কিশোরীর সঙ্গে পাবনা পৌরসভার গয়াসপুর গ্রামের আমিন মিয়ার ছেলে শামীম আহমদ (১৭) টিকটক করতে গিয়ে পরিচিত হয়। এরপর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৯ ডিসেম্বর সকালে প্রেমিক শামীমের টানে বাড়ি থেকে পালিয়ে যায় সে। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’