নীলফামারীর সৈয়দপুরে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসমত কামারপুকুরে শিশুস্বর্গ বিদ্যানিকেতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা শুভসংঘ নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক নাছিম রেজা শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তোফাজ্জল হোসেন লুতু, শফিকুল আলম, নজির হোসেন নজু, বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্রের সেলাই প্রশিক্ষক ফারুক হোসেন প্রমুখ।