ফেনী পৌরসভার ফলেশ্বর এলাকায় গৃহকর্মী মাসুদা বেগমকে (৬৫) গলা কেটে হত্যার ঘটনায় আবির আল রাফিকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। জুয়া খেলার টাকা জোগাতে চুরি করার সময় মাসুদা বেগম দেখে ফেলায় তাঁকে হত্যা করেন রাফি। গতকাল সংবাদ সম্মেলনে এসব জানান ফেনী পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী। রাফি নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া গ্রামের মেজবাহ উদ্দিনের ছেলে এবং ফেনীর একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী। পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে রাফিকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিলেন রাফি।
জুয়ার টাকার জন্য ২৬ ডিসেম্বর পৌরসভার ফলেশ্বর এলাকায় গোলাম কিবরিয়া বকুলের বাসায় চুরি করতে গেলে মাসুদা বেগম দেখে ফেলেন। মাসুদা তাকে আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে রাফি এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মাসুদাকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ছেলে জাফর বাদী হয়ে একটি মামলা করেন।