গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নওগাঁ, মুন্সিগঞ্জ ও নাটোরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক কলেজছাত্রসহ চারজন। প্রতিনিধিদের খবর-
গাজীপুর : কালিয়াকৈরে ইটভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার তিন আরোহী নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল বিকালে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, করিম মিয়া (৪২), অয়ন রায় (৩৫) ও সুদীপ দাস (৩৭)।
নওগাঁ : মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয় মোটরসাইকেল। এতে মোটরসাইকেলের আরোহী কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ফারদিন (২০) ও রেজুয়ান ইসলাম (২১)।
মুন্সিগঞ্জ : সিরাজদিখানে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে এনামুল হোসেন (২০) নামে এক যুবক মারা গেছেন। আহত হয়েছেন আরও তিনজন। এনামুল শেরপুর জেলার বাসিন্দা।
নাটোর : সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের গতকাল সকালে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে অজ্ঞাত (৪৬) এক ব্যক্তি নিহত হয়েছেন।