যশোরে অর্ধশত শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিয়েছে গ্লোবাল রিলিফ ট্রাস্ট (জিআরটি) নামের একটি সংস্থা। এ উপলক্ষে গতকাল সদর উপজেলার আশরাফুল মাদারিস প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। অন্যদের মধ্যে ছিলেন- মাওলানা নসিরুল্লাহ, ইকবাল আহমেদ জব্বার, আশরাফুল ইসলাম, মাসুদুর রহমান ও মরিয়ম মাসুদ। প্রধান অতিথি বলেন, এ ধরনের মহৎ কাজের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের দুঃখ যেমন লাঘব করা যায়, তেমনি আল্লাহর সন্তুষ্টিও অর্জন করা যায়। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সব সময় প্রতিটি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় না। বেসরকারিভাবে এ ধরনের উদ্যোগ নিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।