নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউপি কার্যালয়ের প্রধান ফটক ও চেয়ারম্যানের অফিসে তালা দিয়েছেন বিএনপি নেতা-কর্মীরা। গতকাল দুপুর ১২টার দিকে তারা তালা ঝুলিয়ে দেন। এ ছাড়া যদুবয়রা সাপ্তাহিক পশুহাটের টোল আদায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ক্রেতা-বিক্রেতাদের জন্য ফ্রি ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে যদুবয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে কেক কাটে নেতা-কর্মীরা। ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল রানা নেতৃত্ব দেন। কেক কাটার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার হলে আলোড়ন সৃষ্টি হয়। প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল বের করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি যদুবয়রা পশুহাটের টোলঘরে ভাঙচুর করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যায়। সেখানে পরিষদ থেকে সচিব, গ্রাম পুলিশ ও সেবাপ্রত্যাশীদের বের করে তালা লাগিয়ে দেন।
যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আসাদ বলেন, আওয়ামী লীগের দোসর ও দেশ দ্রোহীদের বিচার না হওয়া পর্যন্ত পরিষদের তালা খোলা হবে না। হাটে কেউ টোল তুলতে পারবে না। কুমারখালী থানার এসআই বিপ্লব বিশ্বাস বলেন, রাতে ছাত্রলীগের কেক কাটা কেন্দ্র করে পরিষদে তালা লাগানো ও পশুহাটে ইজারা ফ্রি ঘোষণা করেছেন বিক্ষুব্ধ জনতা। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে কাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত নেওয়া হবে পরিষদ চালুর উদ্যোগ।