প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশে বসেই ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা নির্ধারণে ২৯ এপ্রিল বিভিন্ন রাজনৈতিক দল, মিডিয়া ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে গঠিত অ্যাডভাইজরি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
গতকাল এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সেমিনারে স্টেকহোল্ডার, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণ জানানো হবে। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজক্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে ইসি। সেখানে অনলাইন ভোট, প্রক্সি ভোট, পোস্টাল ব্যালট এ তিন পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এরপর এমআইএসটি, ঢাবি ও বুয়েটের প্রযুক্তিবিদদের নিয়ে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়। সে কমিটিগুলোও এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, ‘আমাদের গঠিত তিনটি কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এগুলোর ওপর এখন অংশীজনের মতামত নেওয়া হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।’
সুবিধা-অসুবিধা-সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে : পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিংয়ের তিনটি পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোট করতে গেলে কী কী করতে হতে পারে, কী সমস্যা হতে পারে এবং কী ধরনের সীমাদ্ধতা রয়েছে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে তিনটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে। কোনো সুনির্দিষ্ট পদ্ধতিকে এখনই উপযুক্ত বলে মত দেওয়া হয়নি বলে জানান একাধিক বিশেষজ্ঞ।
ইসির সূত্র জানিয়েছেন, সংলাপে নিবন্ধিত-অনিবন্ধিত অর্ধশত রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচনব্যবস্থা ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান, গণমাধ্যম প্রতিনিধি, পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ, সংসদবিষয়ক মন্ত্রণালয়, নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি, নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠনসহ নির্বাচন বিশেষজ্ঞরা থাকবেন।
অ্যাডভাইজরি টিমে যারা আছেন : প্রবাসী বাংলাদেশিদের ভোটদানে ব্যবস্থাকল্পে সিস্টেমের সম্ভাব্যতা নিরূপণ, ডেভেলপমেন্ট এবং নিরাপত্তা নিশ্চিতে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক মো. মনিরুল ইসলামকে ‘লিডার’ করে ১২ জনের অ্যাডভাইজরি টিম গঠন করা হয়েছে। বাকি ১০ সদস্য হলেন এমআইএসটির সাবেক কমান্ড্যান্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামান, এনআইডি উইংয়ের সাবেক ডিজি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমাদ খান, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জাকারিয়া, ইসির আইন শাখার যুগ্মসচিব মো. ফারুক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) প্রশাসক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও ওয়েলফেয়ার), এমআইএসটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক লে. ক. মোহাম্মদ নজরুল ইসলাম, আইসিটি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট। আর টিমের কোঅর্ডিনেটর হলেন ইসি সচিবালয়ের আইসিটি উইংয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক।