চট্টগ্রাম নগরের মার্কেট, দোকান, হোটেল-রেস্তোরাঁ, ফুটপাত, কাঁচাবাজার, কমিউনিটি সেন্টার, হাসপাতাল- সর্বত্র পড়ে থাকে ময়লা। তবে চসিক এবার ক্লিন সিটি গড়তে মামলা-জরিমানা ও লাইসেন্স বাতিলসহ কঠোর নীতি অবলম্বন করার উদ্যোগ নিয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে নানা উদ্যোগ নিয়েছে সংস্থাটি। আগামীকাল থেকে প্রয়োগ করা হবে মামলা-জরিমানাসহ প্রয়োজনীয় আইন।
এ নিয়ে গত সপ্তাহে চসিক গণবিজ্ঞপ্তিও প্রকাশ করে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলানো ঠেকাতে ৪১টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট একসঙ্গে অভিযান পরিচালনা করবেন। তা ছাড়া চসিক বিষয়টি নিয়ে গত রবিবার এনজিও প্রতিনিধি, চট্টগ্রামের বিভিন্ন মার্কেট ও বাজারের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে।
চসিকের সচিব মো. আশরাফুল আমিন বলেন, নগরকে ক্লিন করতে, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ও পলিথিন মুক্তনগর গড়তে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সব ওয়ার্ডে গত দুই দিন সচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ এবং গণবিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। আগামীকাল থেকে নিয়ম না মানলে আইন প্রয়োগ করা হবে।