মাগুরায় ঘটনার এক মাস পর চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। গতকাল মাগুরা বিচারিক আদালতে এ চার্জশিট দাখিল করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন সর্দার। আইয়ুব আলী জানান, এ মামলায় অভিযুক্ত চারজন আসামির বিরুদ্ধে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মতিনের আদালতে গতকাল বিকালে চার্জশিট দাখিল করা হয়।
গত ৫ মার্চ মাগুরা পৌর এলাকার নিজনান্দুয়ালীতে বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। পরে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে ৮ মার্চ মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা করেন।
মামলার প্রধান আসামি হিটু শেখ ১৬ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যা চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া চার্জশিটে নিহত আছিয়ার ভগ্নিপতি সজীব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে আছিয়াকে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন এবং হিটু শেখের স্ত্রী জাহেদা খাতুনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।