বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের অর্থনীতির ভিত গড়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিনিয়োগ সম্মেলন-২০২৫ ও অর্থনীতির ঘুরে দাঁড়ানো বিষয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা ও আনোয়ার সাদাত টুটুল।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালে অনুন্নত, উন্নয়নশীল ও উন্নত দেশের তালিকা করার পর থেকে বাংলাদেশ অনুন্নত দেশের তালিকায় স্থান পায় ১৯৭৫ সালে। এর মোক্ষম সুযোগ কাজে লাগিয়ে দেশের অর্থনীতির ভিত গড়ে দেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যা এখনো আমাদের অর্থনীতির মেরুদ। কিন্তু দেশি-বিদেশি ষড়যন্ত্রের কবলে পড়ে তথাকথিত মধ্যম আয়ের দেশ হওয়ার চেষ্টা করলে দেশের রপ্তানিতে ধস নামবে; অনুন্নত দেশ হওয়ার কারণে করবিহীন যেসব সুবিধা সারা দুনিয়ায় আমরা পাচ্ছি গত কয়েক যুগ ধরে তা হারিয়ে ফেলব। উচ্চসুদে ঋণ ও কাঁচামাল আমদানি করে স্থানীয় বা বৈদেশিক বাণিজ্য সচল রাখা সম্ভব হবে না। এসব প্রশ্ন দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মাথায় রয়েছে, তাই এগুলোর সমাধান না করে বিনিয়োগ সম্মেলন থেকে আশানুরূপ কোনো সফলতা আসবে বলে মনে করে না এবি পার্টি।