আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রতিটি জেলায় এজলাস সংকট, বিচারক সংকট এগুলো কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের আমলেই এগুলো সমাধানের চেষ্টা করব।
গতকাল সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত সম্প্রসারণের জন্য ভবন নির্মাণের জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে বিচারক ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় মিলিত হন আইন উপদেষ্টা। ড. আসিফ নজরুল আরও বলেন, পতিত শেখ হাসিনা সরকারের আমলে বিচারব্যবস্থাকে কলুষিত করে ফেলা হয়েছিল। জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিচারক এবং আইনজীবীদের এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আদালতে মামলার চাপ কমাতে পারিবারিক আদালতের মামলাগুলো সালিশি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে তিনি বিচারকদের অনুরোধ জানান।
এ সময় জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম, বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কালাম ও সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।