বগুড়ার বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস কর্তৃপক্ষ করতোয়া নদীর কোনো জমি দখল করেনি বলে দাবি করেছেন। মামলা বিচারাধীন থাকাবস্থায় লিজকৃত জমির ওপর থেকে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিসিএল গ্লাস ফ্যাক্টরি ভ্রাম্যমাণ আদলত দিয়ে উচ্ছেদের ঘটনায় এক দিন পরে গতকাল দুপুরে কোম্পানিটির কর্মকর্তা সারওয়ার মোহাম্মদ সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩৮ একর জায়গার ওপর অবস্থিত। এর মধ্যে টিএমএসএসের ০.৯৩ একর জমির লিজকৃত অংশে গ্লাস ফ্যাক্টরির অংশও রয়েছে। গ্লাস ফ্যাক্টরির যে অংশ উচ্ছেদ করা হয়েছে তা লিজকৃত জমি নয়।
এদিকে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা সাংবাদিকদের জানান, টিএমএসএস কর্তৃপক্ষ করতোয়া নদীর প্রায় ১৬.৯৭ একর জায়গা মাটি ভরাট করে দখল করেছেন। সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। এর মধ্যে বিসিএল গ্লাস ফ্যাক্টরিও রয়েছে। উচ্ছেদের আগে নোটিস করা হয়েছে। সেই নোটিস পেয়েই মামলা করে টিএমএসএস। পরে সেই মামলাও পরাজিত হয়। এখন আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মূলত নদীর প্রবহমান ঠিক রাখতে কাজ করা হবে।