নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে পিরোজপুরে জেলা প্রশাসকের সহায়তায় সরকারি বাস নিয়ে আসার বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। শফিকুল আলম বলেন, আমরা পিরোজপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি কয়েকটি বাস রিকুইজিশনের জন্য ডিসিকে চিঠি দিয়েছিল। সেখানে তারা জুলাই বিপ্লবে হতাহতদের কয়েকটি পরিবারকে আনতে সহযোগিতা চান। তারা অনুরোধ করেছিল ৫টি বাস দিয়ে হেল্প করতে। সেই প্রেক্ষাপটে হয়তো বাসের ব্যাপারে হেল্প করেছেন ডিসি। এ ব্যাপারে ডিসি অফিস থেকে কোনো জ্বালানি তেল বা অন্যান্য কোনো খরচ দেওয়া হয়নি বলে ডিসি জানিয়েছেন। ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লোক আনতে সরকারিভাবে বাস রিকুইজিশনের ঘটনাকে কেন্দ্র করে যেটি ঘটেছে তা অতিরঞ্জিত।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মনে করে, সব রাজনৈতিক দলের জন্য এ সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে, যাতে একটি অবাধ, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনে সব দল অংশ্রগ্রহণ করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব।
রমজানে দ্রব্যমূল্য নিয়ে প্রেস সচিব বলেন, এবারের রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। সরকার রমজানের পুরো মাস নিত্যপণ্যের দাম সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা করবে।
সংবাদ সম্মেলনে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, পাবনায় গাছ কেটে ১০টি বাসে ডাকাতির খবরও অতিরঞ্জিত। তিনি বলেন, পাবনা পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনা সে রকম নয়। ডাকাতির ঘটনার ১০ মিনিটের মধ্যে পুলিশের টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।