ভোট এলে যেভাবে প্রার্থীরা মানুষের কাছে ছুটে যায়, সেভাবে সারা বছর দলীয় নেতা-কর্মীদের মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। গতকাল গরিব ও অসচ্ছলদের মাঝে ফুড প্যাকেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মো. নূরুল ইসলাম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোজাদারদের শান্তি ও স্বস্তির জন্য চাঁদাবাজ, সন্ত্রাসী, অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে কঠোর হতে হবে।
রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কার্যক্রম বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। রমজান উপলক্ষে সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করায় তিনি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।