রাষ্ট্র সংস্কারে দলটির ঘোষিত ৩১ দফা নিয়ে মাঠপর্যায়ে সক্রিয় হয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। এসব দফার নানা দিক দলটির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের কাছে তুলে ধরা হচ্ছে। নেওয়া হচ্ছে তৃণমূলের মতামত ও পরামর্শ। ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ততা করার জন্যও নানা কৌশল অবলম্বন করছে দলটি। এরই অংশ হিসেবে গত এক মাসে ৩৫টি ওয়ার্ডেই এসব দফার ওপর কর্মশালা ও প্রতিনিধি সভা হয়েছে। ফলে তৃণমূলের নেতা-কর্র্র্র্র্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। পাশাপাশি ৩১ দফায় রাষ্ট্রকাঠামো মেরামতের কী কী রয়েছে তা জনগণের কাছে পরিষ্কার হচ্ছে বলে মনে করছেন দলটির নেতা-কর্মীরা। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ৩১ দফার ওপর জোর দিয়েছেন। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের জন্য দলের প্রতিটি নেতা-কর্মীকে দফা ওয়ারী মানুষের কাছে তুলে ধরতে হবে। মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে।’ ‘আমরা যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বা কর্র্মী ও সমর্থক, সবার দায়িত্ব হচ্ছে ৩১ দফার প্রতিটি দফা নিজে আয়ত্ত করা এবং মানুষের কাছে ৩১ দফার সুফল ও বাস্তবায়ন সম্পর্কে অবহিত করা’, যোগ করেন তিনি।
জানা যায়, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ৩১ দফা রূপরেখা ঘোষণা দিয়েছে বিএনপি। রাষ্ট্র কাঠামো মেরামতের এ রূপরেখা জিয়াউর রহমান ঘোষিত ‘১৯- দফা’, বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপির ‘ভিশন-২০৩০’-এর আলোকে এবং তারেক রহমানের ঘোষিত ২৭ দফা কর্মসূচির সংশোধিত ও সম্প্রসারিত রূপে প্রণয়ন করা হয়েছে। ইতোমধ্যে ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা পর্যায়ে প্রতিনিধি সভা ও কর্মশালা করা হচ্ছে। নেতা-কর্মীদের কাছে তুলে ধরা হচ্ছে ৩১ দফার বিস্তারিত। এবার দলের একেবারে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের কাছে ৩১ দফা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে চট্টগ্রাম মহানগর বিএনপি। নগর বিএনপির থানাভিত্তিক টিম করে প্রতিদিন দুটি করে ওয়ার্ডে ৩১ দফা শীর্ষক কর্মশালা করছে। গত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া ওয়ার্ড পর্যায়ে এসব কর্মশালায় অংশ নিচ্ছেন মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। পাশাপাশি এসব কর্মসূচিতে তৃণমূল নেতা-কর্মীদের পরামর্শ শোনার পাশাপাশি ৩১ দফার বিভিন্ন বিষয় নিয়ে বাখ্যা দিচ্ছেন। ফলে সিনিয়র নেতাদের সঙ্গে তৃণমূলের একটা সংযোগ স্থাপিত হচ্ছে দলটির নেতা-কর্মীদের। তৃণমূল নেতা-কর্মীরাও ৩১ দফার খুঁটিনাটি নানা বিষয় বোঝার চেষ্টা করছেন। আবার এ বিষয় নিয়ে আলাপ করছেন সাধারণ জনগণের কাছে।
দলটির নেতা-কর্মীরা জানান, ৩১ দফার এসব কর্মশালায় নানা বিষয় উঠে আসছে। ৩১ দফা বাস্তবায়নে জনগণকে কীভাবে সম্পৃক্ত করা যায় সে বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে প্রশ্ন করা হচ্ছে, নেতারা সেগুলোর উত্তর দিচ্ছেন। আবার ৩১ দফার কোন দফা কী, কেন কীভাবে হবে তার বাখ্যাও নেতাদের কাছ থেকে নিচ্ছেন কর্মীরা। ফলে তারা বিষয়টি নিজেদের আয়ত্তে নিচ্ছেন এবং তা জনগণের সামনে তুলে ধরার জন্য কাজ করছেন। ৩১ দফা রাষ্ট্র কাঠাতোর জন্য অত্যন্ত জরুরি হিসেবে মনে করছেন বলেও জানিয়েছেন তারা।