শুক্র ও শনিবার দুই দিন ছুটির পর গতকাল কর্মব্যস্ত দিনে লোক সমাগম ও বিকিকিনি কম হবে- এমনটাই স্বাভাবিক ছিল। কর্মব্যস্ত দিনে প্রকাশকদের প্রত্যাশাও সাধারণত কম থাকে। শুক্র ও শনিবারের তুলনায় রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে বিক্রি কম থাকবে সেটাই স্বাভাবিক। তবে প্রকাশকদের ধারণা ভুল প্রমাণ করেছেন বইপ্রেমীরা। গতকাল অমর একুশে বইমেলার ২৩তম দিনে প্রায় প্রতিটি স্টল ও প্যাভিলিয়নের বিক্রি ছিল চোখে পড়ার মতো। ছিমছাম ও শান্ত পরিবেশে বই কেনার দৃশ্যে ভালো লাগা ছিল এদিনের মেলাজুড়ে। এদিন বিকালে মেলা প্রাঙ্গণে কথা হয় রোদেলা প্রকাশনীর কর্ণধার রিয়াজ খানের সঙ্গে। তিনি বলেন, আমরা ধরে নিয়েছি আজ (রবিবার) কর্মব্যস্ত দিনে পাঠক কম আসবেন আর বিক্রিও কম হবে। কারণ টানা দুই দিন ছুটির পরে লোকজনের আনাগোনা কম থাকাটাই স্বাভাবিক। কিন্তু বইপ্রেমীরা আমাদের ধারণা ভুল প্রমাণ করেছেন। লোক সমাগম ও আশাব্যঞ্জক বিক্রিতে এদিনের বিক্রি নিয়ে ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট। তবে অন্যদের কথা বলতে পারব না। রোদেলার রিয়াজ খানের সঙ্গে সুর মিলিয়ে মুক্তদেশের জাভেদ ইমন জানান, তার প্রকাশনার বিক্রি নিয়ে তিনি সন্তুষ্ট। বিকালে মেলা প্রাঙ্গণে কথা হয় রাজধানীর যাত্রাবাড়ী থেকে আগত দশম শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম আরা জুঁইয়ের সঙ্গে। তার হাতে ছিল ব্যাগভর্তি বই। মেলায় এসে কেমন লাগছে আর কী বই কিনলেন এমন প্রশ্নে স্কুলপড়ুয়া এই পাঠক বলেন, ছুটির দিনে বেশি ভিড় থাকে বলে আমি ছুটির দিনে মেলায় আসি না। কর্মমুখর দিনে কম ভিড়ে থাকে বলে স্টল ঘুরে ঘুরে বই কেনা যায়। যার কারণে আজ (রবিবার) মেলায় এলাম। পরিবেশ ছিমছাম। খুবই ভালো লাগছে। প্রায় সব স্টল ও প্যাভিলিয়নেই ভিড় দেখলাম। আমার মনে হচ্ছে, আজ (রবিবার) প্রকৃত পাঠকরাই মেলায় এসেছেন। অন্য এক দিন এসেছিলাম সেদিন সেল্ফিবাজদের দৌরাত্ম্য বেশি ছিল কিন্তু পাঠক কম ছিল।
পাঠক সমাদৃত জমির উদ্দিন মিলনের ‘চিন্তা থেকে জয়’
পুথিপ্রকাশ থেকে প্রকাশিত জমির উদ্দিন মিলনের মোটিভেশনাল বই ‘চিন্তা থেকে জয়’ পাঠকদের ব্যাপক সমাদর অর্জন করেছে। সব বয়সি পাঠকদের কাছে বইটি সমাদৃত হয়েছে। বইটির কাটতি নিয়ে প্রকাশক সুজন বিশ্বাস বলেন, মেলার যে অবস্থা তাতে ভাবিনি এই বইটি এত বিক্রি হবে। প্রথম সংস্করণের ১ হাজার কপি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। রকমারিতে অর্ডারের পাশাপাশি মেলাতেও বইটির জন্য পাঠকদের আগ্রহ আমাকে অবাক করেছে। বলতে গেলে আমি আনন্দিত হওয়ার পাশাপাশি বিস্মিতও। বইটি নিয়ে লেখক জমির উদ্দিন মিলন বলেন, নতুন চিন্তা সন্নিবেশ করে সব বয়সি পাঠকদের কথা মাথায় রেখে বইটি লিখেছি। প্রতিষ্ঠিত লেখকদের ভিড়ে এতটা সাড়া পাব ভাবিনি। রকমারিতেও বইটি ষষ্ঠ স্থানে রয়েছে। রাসেল আশেকীর মহাকাব্য সিরিজ ‘দেহবাতি’ অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে কবি রাসেল আশেকীর মহাকাব্য সিরিজ ‘দেহবাতি’। গ্রন্থটি রাসেল আশেকীর মহাকাব্যের পঞ্চম সিরিজ। ৬৪ পৃষ্ঠার এই কাব্যগ্রন্থ ১৬টি পার্বে গ্রন্থিত হয়েছে। কাব্য সিরিজটি প্রকাশ করেছে ‘শান্তির প্রবেশ’। পরিবেশক ‘পানকৌড়ি প্রকাশন’। স্টল নম্বর ১১৬। শান্তি শুভেচ্ছা ২৫০ টাকা।
নতুন বই গতকাল ২৩তম দিনে অমর একুশে বইমেলায় নতুন বই এসেছে ৬৭টি। আর গত ২৩ দিনে মোট নতুন বই এসেছে ২ হাজার ১১৫টি।
মূল মঞ্চ বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জুলাই অভ্যুত্থানে নারীরা : প্রিভিলেজের দায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মির্জা তাসলিমা সুলতানা। আলোচনায় অংশ নেন শাওলী মাহবুব। সভাপতিত্ব করেন রেহনুমা আহমেদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি কাজী আনারকলি, মামুন সারওয়ার, আফসার নিজাম, তাসনীম মাহমুদ, মো. আমিনুল ইসলাম, গোলাম শফিক, নূরুল ইসলাম মনি, মালিহা পারভীন, মতেন্দ্র মানকীন, মিঠুন রাকসাম এবং কবির হোসেন। একক সংগীত পরিবেশন করেন মো. মাহাবুবুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, সরকার আমিরুল ইসলাম, হানাদু খানম, আমজাদ দেওয়ান, মেহেরুন আশরাফ, মো. জাকির হোসেন, মো. স্বপন মিয়া, মো. আসলাম মিয়া, আলমগীর সরকার, রামিসা চৌধুরী, মোস্তাক আহমেদ এবং এম এম উম্মে রুমা ট্রফি।