বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘৫ আগস্ট থেকে ৮ আগস্ট দেশে কোনো সরকার ছিল না। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে-নির্দেশে, তারেক রহমানের নির্দেশে, মহাসচিবের ব্যবস্থাপনায় বাংলাদেশে আমরা একটা অদৃশ্যমান সরকার চালিয়েছি।’ গতকাল দুপুরে ভোলা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন এ কথা বলেন। জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘রাষ্ট্রের মালিক জনগণ। যত দ্রুত সম্ভব তাদের হাতে রাষ্ট্রক্ষমতা বুঝিয়ে দিতে হবে। যত দ্রুত জনগণের কাছে ব্যালট পেপার পৌঁছে দিতে পারব, তত দ্রুত তাদের হাতে তাদের রাষ্ট্রক্ষমতা বুঝিয়ে দিতে পারব। যারা ভোটে বিলম্ব করতে চায় তারা জনগণের হাতে ব্যালট পেপার দিতে চায় না। আমি তাদের সতর্ক করতে চাই, জনগণকে ঘুমন্ত রেখে রাষ্ট্রের মালিকানা কুক্ষিগত করার চেষ্টা করবেন না। দেশের সব সংকটের একমাত্র সমাধান হচ্ছে জাতীয় নির্বাচন।’