রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি টেলিভিশন স্টেশন একুশে টিভি ভবনে (জাহাঙ্গীর টাওয়ার) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর তারা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল রাত ৮টা ৪৫ মিনিটে ‘পেয়ালা কফি হাউস’ নামে ওই রেস্তোরাঁর আগুন নেভাতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি বলেন, রাত ৮টা ২২ মিনিটে সেখানে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর ১০ মিনিট পর ৮টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।