রংপুরের মিঠাপুকুর উপজেলায় শালমারা নদীর ইজারা বাতিল ও জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভূমি কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শালমারা নদী সুরক্ষা কমিটির ব্যানারে তাবোয়ার ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. শাহজালালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ। বক্তারা বলেন, প্রবহমান একটি নদীর ইজারা কীভাবে দিতে পারে প্রশাসন।
যেখানে মহামান্য হাইকোর্ট বলেছেন, নদী জীবন্তস্বত্তা, সেখানে প্রশাসনের হস্তক্ষেপ ন্যক্কারজনক। আমাদের পূর্বপুরুষরা এ নদীর মাছ ধরে জীবিকা নির্বাহসহ আমাদের পড়ালেখা করিয়েছেন। একজন মা যেভাবে তার সন্তানকে আগলে রাখেন, ঠিক তেমনই এই শালমারা নদী আমাদের আগলে রাখত। কিন্তু এখন এই প্রশাসনের নগ্ন হস্তক্ষেপের কারণে আমাদের নদীতে আমরাই মাছ ধরতে পারছি না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন বলেন, শালমারা নদীর ইজারা নিয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি।