শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে দুই কর্মকর্তাকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মকর্তা দুজন হলেন অ্যাগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন কার্যালয়ে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার মো. ইলিয়াছুর রহমান এবং কৃষি অর্থনীতি বিভাগে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার গোলাম সারোয়ার। এর আগে গত সোমবার সন্ধায় আওয়ামী লীগের লিফলেট বিতরণকারী শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়াকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াছুর রহমানের বাসা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা বিভাগ। পরে রাতে ইলিয়যাছুর রহমানসহ অন্যান্য আওয়ামীপন্থি শিক্ষক-কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে পৃথক মিছিল করেন ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক বেলাল হোসাইন বলেন, গতকালের ঘটনা এবং শিক্ষার্থীদের দাবির ফলে কর্মকর্তা মো. ইলিয়াছুর রহমান এবং গোলাম সারোয়ারের বাসা বরাদ্দ বাতিল করা হয়েছে একই সঙ্গে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।