এবার প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন কাঠগড়ায় দাঁড়িয়ে এক যুবককে জড়িয়ে ধরে কেঁদেছেন। সোহানুর রহমান সৌমিক নামের ওই যুবক নিজেকে আবেদ আলীর ছেলে পরিচয় দেন। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে এমন দৃশ্য দেখা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মুহিবুল হক এবং আবেদ আলী জীবনকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এ সময় মহিবুল হক কাঠগড়ার বেঞ্চে বসেছিলেন। পরে আবেদ আলী কাঠগড়ায় একপাশে এসে দাঁড়ান। তখন তার ছেলে পরিচয় দেওয়া সোহানুর রহমান সৌমিককে জড়িয়ে ধরে কান্না শুরু করেন। এর কিছুক্ষণ পর আবেদ আলী ও মহিবুলকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এর আগে, গত ২৮ জানুয়ারি তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। মুহিবুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।
আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন। আদালত তাদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য ৩ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেন।