দেশের মানুষ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, বাংলাদেশের মানুষ নতুন রাষ্ট্র চায়। পুরনো দিনের গান আর কেউ শুনতে চায় না। দেশ পরিচালনার জন্য দেশের মানুষ নতুন নেতৃত্ব দেখতে চায়।
গতকাল বরিশাল কোতোয়ালি থানা জামায়াতের দায়িত্বশীলদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভাপতিত্ব করেন কোতোয়ালি উত্তর থানার আমির অধ্যাপক আনোয়ার হোসাইন।
এ সময় তিনি আরও বলেন, ১৯৪১ সালে ৭৫ জনকে নিয়ে এ সংগঠন প্রতিষ্ঠিত হয়। আজকে বাংলাদেশে তিন থেকে চার কোটি মানুষ সরাসরি এ আন্দোলনের সঙ্গে জড়িত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের ওপর গত ১৭ বছরে শত নির্যাতনের পরেও দেশের মানুষের পাশে আছে। অন্যদের মতো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। এ জন্য দেশের মানুষের আস্থার জায়গায় জামায়াতে ইসলামী।