বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সরকার পতনের ছয় মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কীভাবে কর্মসূচি দেয়? গতকাল রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে করা প্রদর্শনী পরিদর্শনে গিয়ে ফেব্রুয়ারিতে হরতালসহ আওয়ামী লীগের পাঁচটি কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে তিনি এ প্রশ্ন করেন। শেখ হাসিনা দেশে এলে ফাঁসির মঞ্চে ঝুলবেন বলেও মন্তব্য করেন তিনি। রাজনীতিবিদদের উদ্দেশে সারজিস আলম বলেন, অভ্যুত্থানের পর চিন্তাভাবনার দিক থেকে একটা বড় জেনারেশন গ্যাপ দেখা যাচ্ছে। আমরা যেভাবে চাই, সেভাবে তথাকথিত রাজনীতিবিদরা ভাবছেন না। কে মানুষের জন্য ভালো বা কে দেশের জন্য ভালো, তারা এটা ভাবেন না। তারা ভাবেন, যাকে বসাচ্ছি সে আমার ম্যান কি না; যাকে বসাচ্ছি সে আমার স্বার্থ রক্ষা করবে কি না?
তিনি বলেন, তথাকথিত রাজনীতিবিদরা নতুন প্রজন্মকে তাদের জন্য হুমকি মনে করছেন। কারণ, তরুণ প্রজন্মের সংস্কৃতির সঙ্গে তারা খাপ খাওয়াতে পারছেন না, মানসিকতার সঙ্গে মিল রাখতে পারছেন না।
জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক বলেন, তরুণরা নেতৃত্ব না দিলে আগামী এক দশকেও দেশে স্বৈরশাসনের অবসান হতো না। তাই আমি মনে করি, তরুণ নেতৃত্বকে দেশ পরিচালনায় এগিয়ে আসতে হবে।
পড়াশোনা ছেড়ে শিক্ষার্থীদের আর রাজপথে নামার দরকার নেই জানিয়ে সারজিস আলম বলেন, অভ্যুত্থানের চাওয়া অনুযায়ী আমরা রাজপথে নেমেছিলাম। এখন তরুণ প্রজন্মের কাছে জাতির চাওয়া হচ্ছে, সত্যকে সত্য আর অন্যায়কে অন্যায় বলা।