রাজধানীর সন্নিকটে টঙ্গীর কহর দরিয়া খ্যাত তুরাগ তীরে এগিয়ে চলেছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম মহাসম্মেলনের ৫৮তম বিশ্ব ইজতেমা। তিন ধাপে হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাতের শুরায়ি নেজামের অধীনে ৩১ জানুায়ারি শুরু হবে বিশ্ব ইজতেমা। শুক্রবার শুরু হয়ে ২ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। স্থানসংকুলান না হওয়ায় ৬৪ জেলার মুসল্লিরা দুই ধাপে ইজতেমায় অংশ নেবেন। এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপে বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা।
তুরাগতীরবর্তী ১৬০ একর জমিতে বিস্তৃত ইজতেমা ময়দান প্রস্তুতির শেষ পর্যায়ের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ময়দানের উত্তর-পশ্চিমে তৈরি হয়েছে বয়ানমঞ্চ। এর পশ্চিম পাশে বিদেশি মুসল্লিদের থাকার ব্যবস্থা। মুসল্লি পারাপারে তুরাগের ওপর সেনাবাহিনী কর্তৃক নির্মিত হয়েছে পাঁচটি ভাসমান সেতু এবং বিআইডব্লিউটিএ কর্তৃক নির্মিত হয়েছে একটি সেতু। এ ছাড়া ছোটবড় ৪৫০টি ছাতামাইক ও র্যাব কর্তৃক সিটিটিভি স্থাপন করা হয়েছে।
এ বিষয়ে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘দ্রুত এগিয়ে চলেছে বিশ্ব ইজতেমার শেষ প্রস্তুতি। ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করি আগামী শুক্রবার ইজতেমা শুরুর আগেই সব কাজ শেষ হবে।’ ময়দানে অবস্থিত মাদরাসার এক জিম্মাদার আলী দাদু বলেন, ‘ইনশাল্লাহ শুক্রবার ইজতেমা শুরু হতে যাচ্ছে। ইজতেমা কেন্দ্র করে বিদেশি মুসল্লিরা টঙ্গীমুখো রয়েছেন। ময়দানে যতই সংঘর্ষ হোক না কেন, আল্লাহর কাজ থেমে থাকবে না।’ ইজতেমা সফল করতে সবাইকে রোজা রেখে দোয়া করার অনুরোধ জানান তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘মুসল্লিদের সেবায় কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে ইজতেমা ময়দান। এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৭ হাজার সদস্য মোতায়েন থাকবে। সেই সঙ্গে ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণসহ পুরো ময়দান ও আশপাশ সিটিটিভির আওতায় আনা হয়েছে। কারও অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ নেই।’