জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষার আবেদন, সার্টিফিকেট উত্তোলনসহ প্রাতিষ্ঠানিক সব কার্যক্রমে অহেতুক বিড়ম্বনা দূরীকরণের লক্ষ্যে প্রশাসনিক প্রতিটি দপ্তরে অটোমেশন পদ্ধতি চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টা থেকে নতুন প্রশাসনিক ভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলে এ কর্মসূচি। সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ কর্মসূচি চলছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক।
এগুলো বাস্তবায়নের জন্য প্রশাসনেরও সদিচ্ছা রয়েছে। ফান্ড সংকট থাকায় এটা নিয়ে কীভাবে সমাধান করা যায় তার উপায় আমরা বের করার চেষ্টা করছি। কমিটি গঠনের মাধ্যমে অটোমেশনের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।’