রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার নগরীর সাহেব বাজারে এবেলা ছাত্রাবাস থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানের। তার গ্রামের বাড়ি রংপুর। এ বাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. রবিউল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তখনও ছাত্রটির দেহ ঝুলন্ত অবস্থায় ছিল। পুলিশ ও সিআইডি এসে পর্যবেক্ষণ করেছে। পরে পোস্টমর্টেমের জন্য নিয়ে গেছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। ওই ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে লাশ হস্তান্তর করা হবে।
এদিকে এ ব্যাপারে জানতে নগরীর বোয়ালিয়া থানার ওসির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।