সিলেটের বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আবদুল গফুর (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত আবদুল গফুর আতাসন গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আহমদ আলীর ছেলে ও সৌদি আরব প্রবাসী। তিনি সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছিলেন। সংঘর্ষে দুই পক্ষের মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের দিলু মিয়া ও আবদুল গফুরের মধ্যে দীর্ঘদিন থেকে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল দুপুরে উভয়পক্ষের লোকজন দফায় দফায় সংঘর্ষে জড়ান। একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে আবদুল গফুর মারাত্মকভাবে আহত হওয়ায় তাকে সিলেটের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালাগঞ্জ থানার ওসি মো. ফরিদ উদ্দিন ভুঁইয়া জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।