ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিকসহ দেশের সব সাংবাদিক হত্যার বিচার, সাইবার নিরাপত্তাসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী নিবর্তনমূলক আইন বাতিল ও ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে রংপুরে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে আজ। সমাবেশ সফল করতে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক সংগঠন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে। রংপুর টাউন হলে আয়োজিত সমাবেশের উদ্বোধন করবেন গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য শামসি আরা জামান কলি। উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাদের গণি চৌধুরী।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের পরিচালনা পর্যদ সদস্য দৈনিক যুগের আলোর প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরিন ভরসা। সভাপতিত্ব করবেন আরপিইউজে সভাপতি দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেক।