ক্ষমতার অপব্যবহারে ১ কোটি ৪০ লাখ ৪ হাজার ৯৫৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি ফরিদপুর ও রংপুর জেলার সাবেক এসপি। বর্তমানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত আছেন। গতকাল দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে তার বিরুদ্ধে মামলা হয়। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক সূত্র জানায়, অবৈধ উপায়ে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ ওঠা ফরিদপুরের সাবেক এসপি শাহজাহানের বক্তব্য জানতে চিঠি দেয় দুদক। ২৩ অক্টোবর তাকে স্বশরীরে দুদকে উপস্থিত হতে বলা হয়। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর তাকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়। হাজির হওয়ার বিষয়টি জানাতে দুদকের সহকারী পরিচালক মনির মিয়া স্বাক্ষরিত একটি নোটিস ১৬ অক্টোবর চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি বরাবর পাঠানো হয়।
ওই চিঠিতে বলা হয়, ফরিদপুরের সাবেক এসপি ও ডিএমপির সাবেক ডিসি মো. শাহজাহান ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, নিরপরাধ ব্যবসায়ীদের মামলা দেওয়ার হুমকি দিয়ে হয়রানি এবং অবৈধ উপায়ে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
জানা গেছে, শাহজাহান বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। গত বছরের ৮ জুলাই তিনি রংপুর জেলার এসপি হন। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৫ ডিসেম্বর তাকে ফরিদপুর জেলা থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তাকে ডিএমপিতে পদায়ন করা হয়।
তার বিরুদ্ধে অভিযোগ, ফরিদপুর ও ডিএমপিতে থাকা অবস্থায় নানাভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েন পুলিশের এই কর্মকর্তা। ঢাকা ছাড়াও চুয়াডাঙ্গায় বিপুল সহায়-সম্পদের মালিক হয়েছেন। কৃষক পরিবারের সন্তান হলেও তার দাপটে এলাকার সবাই তটস্থ থাকত।